বাংলাদেশ সেনাবাহিনীর এক তরুণ লেফটেন্যান্ট এর অরুনোদয় এর আগেই, অস্তমিত হওয়ায় বিষাদে ভরে গেছে সকলের মন।
বাংলাদেশের লেফটেন্যান্ট জেনারেল কতজন
বলছি, সম্প্রতি কক্সবাজারে সেনাবাহিনীর অভিযানে অকাতরে নিজের প্রাণ বিলিয়ে দেওয়া, বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জনের কথা।
“মুক্তির মন্দির সোপান তলে
কত প্রাণ হলো বলিদান
লেখা আছে অশ্রু জলে
কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা
বন্দিশালায় ওই শিকল ভাঙা
তারা কি ফিরিবে আর
তারা কি ফিরিবে এই সুপ্রভাতে
যত তরুন অরুণ গেছে অস্তাচলে”
টাঙ্গাইলের জন্ম নেয়া বাবা মায়ের একমাত্র সন্তান তানজিম সারওয়ার নির্জন, পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে,দেশ মাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করতে, ২০২২ সালে,বাংলাদেশ মিলিটারি একাডেমি, লং কোর্স শেষে, আর্মি সার্ভিস কোরে কমিশন লাভ করেন।
সম্প্রতি ২৪ এ সেপ্টেম্বর, আনুমানিক রাত তিনটার দিকে, গোপন গোয়েন্দা সূত্রের তথ্যের ভিত্তিতে পাওয়া খবরে, বাংলাদেশ সেনাবাহিনীর চকরিয়া আর্মি ক্যাম্প হতে, একদল সেনাবাহিনীর সদস্য, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার, ডুলহাজরা ইউনিয়নের অন্তর্গত পূর্ব মাইজপাড়া গ্রামে,ডাকাত দল ধারার অভিযান পরিচালনায় যায়।এই দলেরই একজন ছিলেন লেফটেন্যান্ট তানজিম সারওয়ার।
লেফটেন্যান্ট এর কাজ কি |
ডাকাত বাহিনী, সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে,উক্ত স্থান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তরুণ নির্ভীক লেফটেন্যান্ট তানজিম সরোয়ার তাদের পিছু নেন।সময় ডাকাত দলের সদস্যরা এলোপাতাড়ি ভাবে তানজিম সারোয়ারের পিঠে ও ঘাড়ে, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ও পালিয়ে যায়।
তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে, হাসপাতালে নিয়ে গেলে, হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
তানজিম সরোয়ার মৃত্যুর দিন, অভিযানে যাওয়ার আগে নিজের বড় বোনকে ফোন দিয়ে, অভিযানে যাওয়ার ব্যাপারে অবগত করে,এবং তার জন্য দোয়া করতে বলে।
তবে কি তানজিম সরোয়ার বুঝতে পেরেছিল এটাই তার জীবনের শেষ অভিযান???
তানজিম সারোয়ারের মৃত্যুতে, তার পরিবারের চলছে শোকের মাতম।তার পাগল প্রায় গর্ভধারিনী মা, কাঁদতে কাঁদতে বলেন :
“দুর্বৃত্তরা এসে আমাকে মেরে ফেলা যাক, আমি ওর সাথে কবরে যাবো,ও আমার জীবন ও আমার আত্মা ও আমার সব ছিল”
লেফটেন্যান্ট জেনারেল তালিকা ২০২৪
মাত্র ২৩ বছর বয়সী, সেনাবাহিনীর তরুণ লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের মৃত্যুতে, দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ,শোক প্রকাশ করছে।
অন্তবর্তী কালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, ডঃ মুহাম্মদ ইউনুস,তানজিম সরোয়ার এর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ ও তার পরিবারের জন্য সমবেদনা জানান।
এছাড়া দেশের সেবায়,তানজিম সারোয়ার এই আত্মত্যাগ, বাংলাদেশ আজীবন মনে রাখবে বলে উল্লেখ করেন।
লেফটেন্যান্ট তানজিম সারওয়ারের মৃত্যুতে,শোক প্রকাশের পাশাপাশি, জনসাধারণের মনে জেগে উঠেছে নানা প্রশ্ন।
বাংলাদেশ সেনাবাহিনী
সাম্প্রতি পার্বত্য অঞ্চল গুলোতে পাহাড়ি ও বাঙালিদের মধ্যকার দ্বন্দ্বকে কেন্দ্র করে চলমান সহিংসতা।ও পাহাড়িদের, সেনা শাসনের বিরুদ্ধে আনিত বিভিন্ন অভিযোগ এর কোন যোগসূত্র, তানজিম সরোয়ার এর এই মৃত্যুর জন্য দায়ী কিনা? সেটা ভাবে তুলছেন অনেককেই।
পার্বত্য অঞ্চলের শৃঙ্খলা রক্ষায়, বাংলাদেশ সেনাবাহিনীর, শক্তি, সামর্থ্য ও কৌশলগত দক্ষতা নিয়েও উঠছে নানা প্রশ্ন।
দেশের কল্যাণে ও সাধারণ মানুষের নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনীর তরুণ বীরের নিজের জীবনের এই আত্মত্যাগ, মানুষের স্মৃতিতে কি অম্লান হয়ে থাকবে??
নাকি কালের স্রোতে,নিভৃতে নির্জনে বিলীন হয়ে যাবে??