মব জাস্টিস অর্থ কি, মব জাস্টিস কি, কেন ঘটে?

মব জাস্টিস কি কেন ঘটে ? স্বৈরাচার সরকারের পতন,ও দেশ পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন এর পর থেকেই,গণমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া সব জায়গায়,সব থেকে বেশি আলোচিত শব্দ হলো মব জাস্টিস। 

 

কিন্তু কি এই মব জাস্টিস??  

কেনই বা হঠাৎ এটা নিয়ে এত আলোচনা??

মব জাস্টিস এর প্রেক্ষাপট বা ফলাফলই বা কি??সবই থাকবে আমাদের আজকের এই আলোচনায়। 

মব জাস্টিস কি
মব জাস্টিস

মব জাস্টিস কি : “মব” এবং “জাস্টিস” এই শব্দ দুটো বিশ্লেষণ করলেই মব জাস্টিস কি? খুব সহজেই তার উত্তর পাওয়া যায়। 

মব অর্থ উচ্ছৃংখল জনতা, কিংবা হুজুগে জনতা অন্যদিকে জাস্টিস অর্থ বিচার বা ন্যায় বিচার।

দুটি শব্দ একসাথে করা হলে দাঁড়ায় উচ্ছৃংখল জনতার বিচার। 

মব জাস্টিস কেন ঘটে

অর্থাৎ মব জাস্টিস হলো উশৃঙ্খল জনতা বা জনসাধারণ এর, কোন কিছু বিচারের জন্য,কিংবা কাউকে শাস্তি প্রদানের জন্য,  আইন নিজের হাতে তুলে নেয়া।

 

ইতিহাস : মব জাস্টিসের ইতিহাস অনেক পুরনো, প্রাচীন গ্রীসরোমে এর প্রচলন ছিল। 

ইতিহাস ঘাটলে দেখা যায়, সে সময় বিভিন্ন দার্শনিক ব্যক্তিরা, মব জাস্টিসের শিকার হয়ে মৃত্যুবরণ করেন। 

 

এছাড়া বিশ্ব ইতিহাসের অন্যতম অধ্যায় ফরাসি বিপ্লবের সময় ও মব জাস্টিস বৃদ্ধি পায়।

 এ সময় রাজতন্ত্রের বিলুপ হয়, এবং রাজতন্ত্রের সাথে জড়িত শ্রেণীর লোকদের মব জাস্টিস এর মাধ্যমে শাস্তি দেওয়া হয়। 

 

বাংলাদেশের ইতিহাসেও মব জাস্টিস এর সংস্কৃতি অনেক পুরনো। 

বাংলাদেশের মুক্তিযোদ্ধা পরবর্তী সময়ে,পাকিস্তানি দোসর রাজাকারদের,বেয়নেট দিয়ে খুঁচিয়ে, পিটিয়ে ও নানাভাবে মব জাস্টিস এর মাধ্যমে হত্যা করা হয়।

মব জাস্টিস ঘটার কারণ কী?

বাংলাদেশে মব জাস্টিস এর বর্তমান প্রেক্ষাপট:

 ৫ ই আগস্ট স্বৈরাচার  সরকার পতনের পর,দেশের সর্বত্র ব্যাপকভাবে মব জাস্টিস এর দৌরাত্ম  বেড়ে যায়। 

 ঐ দিনই বিকেলে ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ও ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন ও তার ড্রাইভার আক্তার হোসেনকে, স্থানীয় উশৃংখল জনগণ পিটিয়ে, কুপিয়ে হত্যা করার পর,মরদহ আগুনে পুরিয়ে,ঝিনাইদহ শহরের কেন্দ্রস্থল পায়রা চত্বরে টাঙিয়ে রাখে। 

মব জাস্টিস বন্ধ করতে করণীয়

একই দিনে শাপলা মিডিয়ার কর্ণধর ও প্রযোজক সেলিম খান ও তার একমাত্র সন্তান নায়ক শান্ত খান।নিজ এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময়, স্থানীয় বাজারে গণপিটুনেতে নিহত হন। 

 

এছাড়া সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের  বাড়িঘর ভাঙচুর ও  আগুন দেওয়া,এছাড়া পুলিশের থানায় ভাঙচুর চলে।

 

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে, ১৫ বছরের স্বৈরাচার সরকারের পতন।ও রাজনৈতিক পট পরিবর্তনে, এরকম অস্থিতিশিল সময়ে,ঘটনাগুলো অনাকাঙ্ক্ষিত বলে বিবেচনা করা গেলেও,

সামাজিক বা রাজনৈতিক উত্তেজনা

অন্তবর্তী কালীন সরকার গঠনের পরবর্তী সময়ে, সারা দেশব্যাপী মব জাস্টিস মব জাস্টিস কি এর নামে যে নির্মমতা শুরু হয়,একটি স্বাধীন দেশের আইন ও বিধানের সম্পূর্ণ পরিপন্থী। 

বিশেষ করে সাম্প্রতিক  সময়ে, দেশের সর্বোচ্চ পর্যায়ের বিদ্যাপীঠ, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ঘটে যাওয়া ঘটনাগুলো লোমহর্ষক ও কল্পনাতীত। 

 

রাজশাহী বিশ্ববিদ্যালয় : রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল আল মাসুদ কে, বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে,একদল উচ্ছৃঙ্খল ছাত্র-জনতা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। 

উল্লেখ্য যে রাজনৈতিক দ্বন্দ্বের জেরে, ২০১৪ সালের মাসুদ তার এক পাহারায়।এবং পা হারিয়ে  অনেক আগে থেকেই তিনি ছাত্রলীগের রাজনীতি থেকে বের হয়ে আসেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয় : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে, চোর সন্দেহে, মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে, নির্দয় নির্মমভাবে পেটায় ঐ হলের ছাত্ররা। গুরুতর অসুস্থ অবস্থায় তোফাজ্জলকে ঢাকা হাসপাতালে ভর্তি করে হলে,কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ঢাকা বিশ্ববিদ্যালয় তোফাজ্জল হত্যার একই দিনে,ঘটে আরেক মর্মান্তিক ঘটনা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, বিশ্ববিদ্যালয় ফটক থেকে ধরে নিয়ে,ঘন্টা ব্যাপী ব্যাপক অত্যাচারের করা হয়,যার এক পর্যায়ে তার মৃত্যু হয়। 

 

কেউ কোন অন্যায় করলে বা অপরাধ করলে,তাকে উপযুক্ত শাস্তির জন্য, দেশে আইন ব্যবস্থা,ও বিচার ব্যবস্থা আছে।

কিন্তু মব জাস্টিসের নামে,কাউকে এভাবে নির্মমভাবে হত্যা করা,আইনের হাতে তুলে নেওয়া,একটি স্বাধীন দেশের,আইন ও বিচার ব্যবস্থার সম্পূর্ণ পরিপন্থি।

 

বাংলাদেশের প্রতিহিংসা ও প্রতিশোধ পরায়ণ অপরাজনৈতিক চর্চা না, ন্যায় বিচারের ক্ষেত্রে, বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের অনাস্থা,কোনটিকে মব জাস্টিস বৃদ্ধির কারণ হিসেবে আপনি মনে করেন???? 

মব জাস্টিস অর্থ কি
 মব জাস্টিস কি
 মব জাস্টিস কেন ঘটে
মব জাস্টিস বন্ধ করতে করণীয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *