“সানভিস বাই তনি” শোরুমের স্বত্বাধিকারী রুবায়েত ফাতেমা তনি অনলাইন জগতে খুবই পরিচিত আলোচিত ও সমালোচিত এক উদ্যোক্তার নাম।
নিজের থেকে দ্বিগুণ বয়সী মানুষকে বিয়ে,লাইভ অনুষ্ঠানে,ঠোঁট কাটা জবাব, প্রতিটি কমেন্টের প্রতি উওর এর মাধ্যমে নিজেকে সবসময় রাখেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
সম্প্রতি চ্যানেল আইতে প্রচারিত হওয়া, দীপ্ত চৌধুরীর উপস্থাপনায় “সংকট-সম্ভাবনা” টকশোতে অংশগ্রহণ করে নতুন ভাবে আলোচনায় আসেন তনি।
“কেমন যাচ্ছে ব্র্যান্ড প্রোমোটার ও উদ্যোক্তাদের মধ্যবর্তী সম্পর্ক?” এই বিষয়টিকে সামনে রেখে উক্ত টকশোতে উদ্যোক্তাদের প্রতিনিধিত্ব করেন রুবায়েত ফাতেমা তনি এবং ব্রান্ড প্রোমোটারদের প্রতিনিধিত্ব করেন, বর্তমান সময়ের সফল ও নাম করা ব্রান্ড প্রোমোটার বারিসা হক।
৩১.৫৯ মিনিটের ওই টকশোতে উপস্থিত দুজনকেই ব্র্যান্ড প্রোমোটার ও উদ্যোক্তারা একে অপরের পরিপূরক হওয়া সত্ত্বেও, তাদের মধ্যকার বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে দেখা যায়।
বারিসা হক এবং রুবায়েত ফাতেমা তনি দুইজনই নিজের জায়গা থেকে নিজের অবস্থান স্পষ্ট ভাবে তুলে ধরেন।
Rubiat Fatima Tony biography
রুবায়েত ফাতেমা তনি জানান তার উদ্যোক্তা জীবনের শুরুতে বিভিন্ন ব্র্যান্ড প্রোমোটারদের কাছ থেকে প্রতারণা ও হেনস্থার শিকার হয়ে, নিজেই নিজেকে নিজের ব্রান্ডের প্রোমোটার হিসেবে প্রতিষ্ঠিত করেন, এ প্রসঙ্গে তনি বলেন:
“ এই মেয়েটার মধ্যে কি আছে যে জিনিসটা আমার মধ্যে নেই। ওকে মানুষ দেখবে আমাকে কেন দেখবে না। একজন এদের থেকে অনেক বেশি মানুষ আমাকে দেখবে আমাকে চিনবে”
তনি সেটা সম্ভব করে দেখিয়েছেন ও বটে,তনি বলেন:
“ ২০২০ সালের তানি আর আজকের তনির মধ্যে ব্যাপক পার্থক্য আছে “
বারিসা হক কে ও দেখা যায় উদ্যোক্তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনতে, তিনি বলেন :
“উদ্যোক্তারা আমাদের সাথে রাফ বিহেভ করে, লাইক এ সার্ভেন্ট ট্রিট করে ,আমরা কোন সার্ভেন্ট না, আমরা ফ্রিল্যান্সার”
টকশোতে পক্ষ-বিপক্ষের বাগ বিতণ্ডা খুবই স্বাভাবিক ব্যাপার। এটাই টকশোর মূল প্রাণ।
কিন্তু এই টকশোটি চ্যানেল আইতে সম্প্রচার হওয়ার পরে,মূল আলোচনা সৃষ্টি হয়।
রুবায়েত ফাতেমা তনি তার লাইভ চলাকালে অভিযোগ করেন যে,চ্যানেল আই টকশোর সম্পূর্ণ ভিডিও প্রচার করেনি,একজন উদ্যোক্তা ও সাধারণ মানুষ হিসেবে ব্র্যান্ড প্রোমোটারদের উদ্দেশ্যে করা তার তিনটি প্রশ্ন, কাট করে দেওয়া হয়েছে।
কি সেই তিন প্রশ্ন?? কেনই বা করা হলো কাট??
Rubiat Fatima Tony রুবায়েত ফাতেমা তনি
রুবায়েত ফাতেমা তনি জানান ব্রাণ্ড প্রোমোটারদের প্রতিনিধিত্ব করা বারিশা হকের কাছে তার প্রথম প্রশ্ন ছিল যে:
একজন ব্র্যান্ড প্রোমোটার, সকালে একটি ব্রাণ্ডের ড্রেসের লাইভ প্রমোশন করছেন।
২ ঘণ্টা পর তিনি আবার আরেকটি ব্র্যান্ডের পোশাকের প্রমোশন করছেন।
তাহলে তার অনুসারীরা, কোন ব্র্যান্ডের পোশাকটি কিনবেন?? ২ ঘন্টা আগের প্রমোশন করা ব্র্যান্ডের পোশাক??না পরের টা??
Rubiat Fatima Tony age
দ্বিতীয়ত দেখা যায় বিভিন্ন ব্র্যান্ড প্রোমোটারেরা ত্বক ফর্সাকারী বিভিন্ন প্রোডাক্টের প্রমোশন করে থাকেন। যেখানে সারা বিশ্বব্যাপী,বর্ণবাদের বিরুদ্ধে কথা বলা হয়।দেউলিয়া ব্যাংক তালিকা ২০২৪ সেখানে এগুলো প্রমোশন করা কতটা যৌক্তিক??
সর্বশেষ প্রশ্ন তিনি যেটা করেন,একজন ব্র্যান্ড প্রোমোটার সকালে বলছেন স্লিমিং টি খেতে,দুপুরে একটি লেজার সেন্টারে যেয়ে বলছেন,লেজার করে পেটের মেদ কমিয়ে ফেলতে।
আবার তিনিই রাতে জিমনেসিয়াম এ যেয়ে বলছেন জিম করতে।তাহলে তার অনুসারী বা সাধারণ মানুষেরা, আসলে কোনটা অনুসরণ করবে, স্লিমিং টি,লেজার না জিম???
তনি আরো বলেন বাড়িসা হকের কান্নাকাটি ও অনুরোধে চ্যানেল আই ঐগুলোকে কাট করে দিয়েছেন।
ব্যাপারটা এখানে শেষ হলেও পারতো, কিন্তু না,
বারিসা হকের হাসবেন্ড তার ফেসবুক পেজে তনিকে বিচারপতি মানিকের মত একজন সেডিস্ট হিসেবে উল্লেখ করে, বিচারপতি মানিকের থেকেও করুন পরিণতি হবে বলে ব্যাক্ত করেন।
এছাড়াও তনি ও তার বয়স্ক হাজবেন্ডের যৌনজীবন নিয়েও কুরুচিপুর্ণ ইঙ্গিত করেন ও তনির সন্তানদের ভবিষ্যৎ নিয়েও সংসয় প্রকাশ করেন ও এক সাগর সমবেদনা জানান।
যার পরিপেক্ষিতে তনি লাইভে এসে,বারিসা হকের হাজবেন্ডের করায় কুরুচিপূর্ণ স্ট্যাটাস,তার বংশ পরিচয় কেমন,তার প্রকাশ পায় বলে জানান,এছাড়াওবলেন :
“হাজব্যান্ড ওয়াইফ এর সম্পর্ক মানে শুধু Se** করা নয়,অদৃশ্য সুতায় বোনা একটি সম্পর্ক”
টকশোতে পক্ষ-বিপক্ষের মতপার্থক্য থাকবেই।টকশো এর বিষয়ের উপযোগি তর্ক বিতর্ক, আক্রমণ পাল্টা আক্রমণ চলবেই…
তাই বলে কারো ব্যক্তিগত জীবন নিয়ে,এরকম কুরুচিপূর্ণ মন্তব্য কে আপনি কতটা যুক্তিসঙ্গত বলে মনে করেন?????