কোন রাজ্যকে সেভেন সিস্টার বলা হয়?

সেভেন সিস্টার্স অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের অধিকারী, ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত সাতটি অঞ্চল নিয়ে গঠিত

সেভেন সিস্টার্স এর অন্তর্গত অন্যতম একটি রাজ্য হল মণিপুর।ভৌগোলিক অবস্থান ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এটি সর্বদাই থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। 

সেভেন সিস্টার মানে কি?সেভেন সিস্টার কি?

কোন রাজ্যকে সেভেন সিস্টার বলা হয়?

সেভেন সিস্টার্স

ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এই রাজ্যটির উত্তরে রয়েছে নাগাল্যান্ড, দক্ষিনে মিজোরাম, পশ্চিমে আসাম এবং এবং সম্পূর্ণ পূর্ব এলাকা জুড়ে রয়েছে প্রতিবেশী দেশ মায়ানমার।

সম্প্রতি জাতিগত সহিংসতাকে কেন্দ্র করে,স্থানীয় বিচ্ছিনতাবাদী সশস্ত্র সংগঠনগুলোর মধ্যকার দ্বন্দ্ব কে কেন্দ্র করে, মনিপুরের অন্যতম শহর জিরিবামবিষ্ণুপুরে, সরকারি নিরাপত্তা বাহিনীর সাথে  সশস্ত্র সংগঠনগুলোর আক্রমণ ও পাল্টটা আক্রমণ চলে। যা পরবর্তীতে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। 

সেভেন সিস্টার্স কেন বলা হয়

সহিংসতার কারণ জানতে হলে, মনিপুরে দীর্ঘদিন যাবত চলমান জাতিগত দ্বন্দ্বের পেছনের ইতিহাসে ফিরে যেতে হবে। 

বিভিন্ন জাতি গোষ্ঠী সমন্বয়ে গঠিত মনিপুরের অন্যতম দুটি জাতি গোষ্ঠী হলো মৈতৈকুকি সম্প্রদায়। 

মৈতৈ : মৈতৈরা মনিপুরের উপত্যাকা অঞ্চলের সমতল ভূমিতে বসবাস করে, যা মনিপুরের মোট আয়তনের মাত্র ১০ শতাংশ।কিন্তু জনসংখ্যার হিসেবে মৈতৈরা মণিপুরের মোট জনসংখ্যা প্রায় ৫৩ শতাংশ। এদের বেশির ভাগই হিন্দু ধর্মাবলম্বী। 

কুকি : অপরদিকে পাহার ও জঙ্গলে বসবাসকারি কুকি উপজাতিরা, জনসংখ্যায় মণিপুরের মোট জনসংখ্যার মাত্র ১৬ শতাংশ।কিন্তু ভৌগোলিক অবস্থান,ও আয়তনের দিক থেকে তারা বিস্তীর্ণ পাহাড় ও জঙ্গলের বিস্তীর্ণ এলাকা জুড়ে বসবাস করে। এদের বেশিরভাগ খ্রিষ্টান, বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বী।

সেভেন সিস্টার্স বাংলাদেশের কোন দিকে

মৈতৈরা জনসংখ্যায় সংখ্যাগরিষ্ঠ হওয়ায়।এবং মণিপুরের ইতিহাস ঐতিহ্যের সাথে মৈতৈরা ওতোপ্রতভাবে জড়িত থাকায়।

 নিজেদের হারানো গৌরব পুনরুদ্ধার ও নাগা ও কুকি উপজাতির ন্যায়,শিক্ষা চিকিৎসা ও পেশায় বিশেষ সুবিধা লাভের জন্য,নিজেদের তফসিলি উপজাতি কোটায় অন্তর্ভুক্তি করনের লক্ষ্যে,দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে।

 

অপরদিকে কুকিরা, মৈতৈদের হিন্দু ধর্মালম্বী ও সংখ্যাগরিষ্ঠ হওয়ায় সরকারের কাছ থেকে অধিক রাজনৈতিক অর্থনৈতিক সুযোগ-সুবিধা লাভ এর বিরুদ্ধে ও মৈতৈরা আর্থিকভাবে সচ্ছল ও অগ্রসর জনগোষ্ঠী হওয়ায়, তাদেরকে তফসিল উপজাতি কোটার অন্তর্ভুক্তি না করার জন্য বিভিন্ন দাবি জানিয়ে আসছে। 

তফসিলি জাতি অর্থ কি?তফসিলি হিন্দু মানে কি?

সেভেন সিস্টার্স

সম্প্রতি ৩ মার্চ, মনিপুর হাইকোর্ট এক নির্দেশে, রাজ্য সরকারকে বলে:

“মনিপুরের সংখ্যাগরিষ্ঠ মৈতৈ জনগোষ্ঠী তফসীলি উপজাতি হিসেবে সংরক্ষণ হতে পারে কিনা তা খতিয়ে দেখতে”

মনিপুরি হাইকোর্টের এই নির্দেশের পর থেকেই,কুকি নাগা সহ আরো বিভিন্ন উপজাতি সম্প্রদায়,বিক্ষোভে নেমে পড়ে।

কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা বাহিনী, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে, সরকারি নিরাপত্তা বাহিনী ও বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন গুলোর মধ্যকার দ্বন্দ্বে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে।এতে রাজ্যের বিভিন্ন জায়গায় কয়েকজন নিহত এবং অসংখ্য মানুষ হতাহতের ঘটনা ঘটে। 

সেভেন সিস্টার বলতে কি বুঝায়?

বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠনগুলোর সাথে, সরকারি নিরাপত্তা বাহিনীর এই দ্বন্দ্ব নতুন কিছু নয়,

কিন্তু বর্তমান চলমান সহিংসতায়, বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর ব্যবহৃত আধুনিক প্রযুক্তির বিভিন্ন ক্ষেপণাস্ত্র, যেমন দূরপাল্লার রকেট লাঞ্চার, বোমা,ও হামলায় ব্যবহৃত ড্রোন,সকলের মনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। সাধারণ স্থানীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত এই সংগঠনগুলোর কাছে, আধুনিক প্রযুক্তির এই ভারী ক্ষেপণাস্ত্রগুলো কোথা থেকে এলো??  কে বা তাদের এই অস্ত্র এর যোগান দাতা?? 

বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর,আধুনিক অর্থশাস্ত্রের ব্যবহার, ও সরকারি নিরাপত্তা বাহিনীর,চলমান পরিস্থিতি ও সহিংসতা দমনের ব্যর্থতায়,সকলের মনে একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে

তাহলে কি ভারতের কেন্দ্রীয় সরকার, সেভেন সিস্টার্স এর উপর চলমান, তাদের দীর্ঘদিনের কর্তৃত্ব হারাতে চলেছে?? আপনার কি মনে হয়?????? 

তফসিলি জাতি অর্থ কি?

তফসিলি শব্দের অর্থ কি?

সেভেন সিস্টার্স মনে রাখার কৌশল
সেভেন সিস্টার্স ও বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *