মীর মুগ্ধ কিভাবে মারা গেল? এখন বাংলাদেশে একটি অবিস্মরণীয় নাম। তাঁর নামের সঙ্গেই যেন মেশানো রয়েছে সৌহার্দ্য, মানবিকতা, বিপ্লব এবং নতুন বাংলাদেশের আদর্শ।
“১৮ বছর বয়সে জানে, রক্ত দানের পুণ্য
বাষ্পের বেগে স্টিমারের মতো চলে
প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য
পথ চলতে এ বয়স যায়না থেমে
এদেশের বুকে আঠারো আসুক নেমে ”
সুকান্ত ভট্টাচার্যের আঠারো বছর কবিতার মতই, বাংলার বুকে আঠারো এসেছিল নেমে।
মীর মুগ্ধ কিভাবে মারা গেল?-mir mugdho death reason
তারুণ্যের অদম্য শক্তি ও আত্মদানে, স্বৈরাচারীর ১৫ বছরের নিপীড়ন ও শোষণের চাকা যায় থেমে।
জন্ম হয় এক নতুন বাংলাদেশের
যার পেছনে অবদান রয়েছে নাম জানা, না জানা হাজারো বীরের।
আজ এমনই এক বীরের গল্প শোনাবো আপনাদের।
যার মুগ্ধতার আবেশে, আজও আচ্ছন্ন হয়ে আছে পুরো বাংলাদেশ।
বলছি বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের শহীদ মীর মুগ্ধ এর কথা।
সকল গুনের অধিকারী ছিলো মুগ্ধ।শিক্ষাঙ্গন থেকে খেলার মাঠ, শিল্প জগৎ থেকে অনলাইন দুনিয়া, প্রতিটা ক্ষেত্রেই মুগ্ধতা তার প্রতিভার স্বাক্ষর রেখে গেছে।
ভ্রমনপিপাসু মুগ্ধ, সারা বাংলাদেশ ঘুরে দেখতে চেয়েছিলো।উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়ার ও কথা ছিল তার।
কিন্তু তার আগেই সব লন্ডভন্ড হয়ে গেল।
Mir mugdho details-Mir mugdho Picture
১৮ জুলাই বৈষম্য বিরোধী কোটা আন্দোলন কে কেন্দ্র করে যখন সারা বাংলাদেশ উওাল।ছাত্রদের ন্যায্য অধিকারের দাবিতে, মুগ্ধও রাজপথে নেমে এসেছিলো, হাতে পানির বোতল ভর্তি পলিথিন ব্যাগ ও বিস্কুট নিয়ে।
আন্দোলনরত শিক্ষার্থীদের একটু ক্ষুধা ও তৃষ্ণা মিটানোর জন্যই তার এই ক্ষুদ্র প্রচেষ্টা।
হঠাৎ ঘাতকের একটি বুলেট, তার কপাল ভেদ করে যায়,মাটিতে লুটিয়ে পরে মুগ্ধ।
কিন্তু এইভাবে কি মুগ্ধদের দমানো যায়, মীর মুগ্ধ কিভাবে মারা গেল???
মৃত্যুতে মুগ্ধ এর মুগ্ধতা কমেনি,বরং বেড়েছে হাজার গুণ।
মুগ্ধর মৃত্যুর আগের, ২৭ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।
“পানি লাগবে কারো? পানি?”
মুগ্ধর মন্ত্রমুগ্ধ এই বাক্যে, আবিষ্ট হয় পুরো বাংলাদেশ।
যা পরবর্তীতে চলমান কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে এক নব শক্তির সঞ্চার করে।
“মুগ্ধ ছিলেন একজন প্রতিভাবান মার্কেটার, বিশেষ করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) এবং সোশ্যাল মিডিয়া বিষয়ে তাঁর অসাধারণ দক্ষতা ছিল।”
মুগ্ধ ছিল একজন সফল ফ্রিল্যান্সার। দীর্ঘদিন যাবৎ সে সফলতার সাথে এই পেশায় আছে।হাজারো বিদেশি ক্লায়েন্টের সাথে আছে তার কাজের অভিজ্ঞতা।
তার মৃত্যুতে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ফাইভার, তাদের ভেরিফাইড অফিসিয়াল পেজে এক শোক বার্তা জানাই : মীর মুগ্ধ কিভাবে মারা গেল?
“ আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে, আমাদের ফাইবার পরিবারের একটি ক্ষতির কথা জানতে পেরেছি।
গত সপ্তাহে মা-বাবা ও ২ ভাইকে রেখে মারা গেছে মীর মাহফুজুর রহমান মুগ্ধ। মেয়ের একজন প্রতিভাবান মার্কেটার ছিলেন যিনি এসইও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন), ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দক্ষতার মাধ্যমে ফাইভারে একটি সফল ব্যবসা করে তুলেছিলো।তার চেয়ে বেশি তিনি ছিলেন একজন উৎসুক ভ্রমনকারী,মেধাবী ফুটবলার, স্কাউট ও সত্যিকারের মানবিক ব্যক্তি।
মুগ্ধের অভাব অনুভব করা হবে। তার পরিবার এবং বন্ধুদের প্রতি রইলো প্রার্থনা।”
মীর মুগ্ধ বাড়ি কোথায়-mir mugdho details
মুগ্ধ শুধুমাত্র তার সরলতা ও মানবিকতার থেকেই, শিক্ষার্থীদের সাহায্যে রাস্তায় নেমেছিল। তার ছিলোনা কোন ব্যক্তিগত স্বার্থ বা রাজনৈতিক পরিচয় । একজন সফল মুক্ত পেশাজীবী হিসেবে,সরকারি চাকরির প্রতি তার ছিল অনিহা।এজন্যই হয়তো দেশের বাইরে চেয়েছিল যেতে।
অথচ কি অবাক করা বিষয়, সরকারি চাকরিতে নায্য কোটা আন্দোলনের দাবিতে,রাস্তায় নেমে,প্রাণ হলো তাকে দিতে।
মৃত্যুর দিনেও মুগ্ধ অপচেষ্টাকারী বিভিন্ন রাজনৈতিক দলকে উদ্দেশ্যে করে ফেসবুক পোস্টে লেখেন
”ছাত্র আন্দোলনটাকে রাজনৈতিক আন্দোলন বানাবেন না”
মুগ্ধ এর অনুপস্থিতি, আজ সব থেকে বেশি তাড়া করে বেড়ায় ,মুগ্ধর জমজ সহোদর স্নিগ্ধকে।
আজও যখন মাঝরাতে ঘুম ভেঙ্গে দেখে, ফাঁকা বিছানা, নেই মুগ্ধ,ডুকরে ডুকরে কেঁদে ওঠে স্নিগ্ধের ভরাক্রান্ত মন।
“মুগ্ধ শুধু আমার ভাই ছিল না, বন্ধু ছিল। ওর সব গোপন কথা, দুজনের মোবাইলের পাসওয়ার্ড থেকে শুরু করে, সব তথ্য জানতাম দুজন”
স্নিগ্ধের এই কথা প্রকাশ করে,মুগ্ধের মৃত্যুতে কতটা একাকীত্ব ও নিঃসঙ্গতা গ্রাস করেছে তাকে। বাকি জীবন মুগ্ধকে ছাড়া, স্নিগ্ধ কি পারবে তার স্নিগ্ধতা ছাড়াতে???নাকি সোলস ব্যান্ডের সে বিখ্যাত গানের মতোই, স্নিগ্ধের বাকি জীবনটা কেটে যাবে জীবনের নিয়মে????
“কেন ঐ নিঃসঙ্গতা
কেন ঐ মৌনতা
আমাকে ঘিরে
কেউ না জানুক কার কারণে
কেউ না জানুক কার স্মরণে
মন পিছু টানে
তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে….
মীর মুগ্ধ
শহীদ মীর মুগ্ধ,
মীর মুগ্ধ বাড়ি কোথায়,
মীর মুগ্ধ ছবি,
মীর মুগ্ধ এর পরিচয়,
শহীদ মীর মুগ্ধ চত্বর,
মীর মুগ্ধ লাশ,
মীর মাহফুজুর রহমান মুগ্ধ,
পানি লাগবে পানি,
মুগ্ধ পানি লাগবে পানি,
মুগ্ধ পানি লাগবে পানি ছবি,