উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম, দুই দিন আগেও যারা ছিলেন সকলের চোখের মনি, ন্যায় ও আদর্শের মূর্ত প্রতীক।আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম তারাই আজ সোশ্যাল মিডিয়াতে হচ্ছেন ট্রলের শিকার।
বলছি অন্তবর্তী কালীন সরকারের তরুণ দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের কথা।
সম্প্রতি সচিবালয়ে অন্তবর্তীকালীন সরকারের সদ্য নিয়োগপ্রাপ্ত ডাক,টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম ও যুবক ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদের, বিদেশি সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়।
উপদেষ্টা নাহিদ ইসলাম
যেখানে দেখা যায় প্রথমে বিদেশী সাংবাদিকদের করা প্রশ্নের উত্তর ইংরেজিতে দেয়ার চেষ্টা করলেও, পরবর্তীতে বাংলায় সকল প্রশ্নের উত্তর দেন।
যেটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার সাথে সাথে, নেটিজেনরা নানা মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন।
কেউ কেউ তাদের মেধা নিয়ে প্রশ্ন তুলছেন। বর্তমানে দেশের
এত বড় পর্যায়ে থেকে, ইংরেজি না বলতে পারাকে, দেশ পরিচালনার মত এত বড় কাজে তাদের সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছেন।
অনেকে এটাকে আবার খুব স্বাভাবিক ভাবে দেখছেন। বিশ্ববিদ্যালয় পড়ুয়া হলেই যে, ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবে। এই ধারণাকে সম্পূর্ণ অযৌক্তিক বলে মনে করেন।
এক নেটিজেন সোশ্যাল মিডিয়াতে মন্তব্য করেন :