এডভোকেট মনজুর আল মতিন কে ছিলেন?

এডভোকেট মনজুর আল মতিন প্রতিবেদন, কোটা ব্যবস্থা বাতিল করে, সরকারের জারি করা পরিপত্রকে হটাৎ বাতিল ঘোষণা

 ও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নির্বাচারে গুলিবর্ষণে, বাংলাদেশের আইন বিভাগবিচার ব্যবস্থার,নিরব ভূমিকা ও কার্যকারিতা নিয়ে সাধারণ মানুষের মনে যখন হাজারো প্রশ্ন… 

এডভোকেট মনজুর আলম মতিন

 

তখনই নিজের চির চেনা সাদামাটা পরিচ্ছদ ও পরিচয় পাল্টিয়ে, সাদা শার্টকালো কোর্টের আইনি পোশাকে নতুন পরিচয়ে,নতুন কন্ঠে নব জাগড়নের বানী নিয়ে হাজির হলেন তিনি।

এডভোকেট মনজুর আলম মতিন

এ যেনো কমিক চরিত্র থেকে উঠে আসা কোনো এক স্যুপার হিরো ( স্যুপার ম্যান,ব্যাট ম্যান,স্পাইডার ম্যান) চরিত্র।

যাদের কে সমাজে বাকি আর পাঁচ-দশটা মানুষের  মতই সাধারণ জীবন-যাপন করতে দেখা গেলেও,

যে কোনো বিপদে, সাধারণ জনগণ,সমাজ ও দেশ রক্ষায় কিংবা সময়ের প্রয়োজনে, তাদের বীরত্বপূর্ন পোশাক ও অতি মানবীয় শক্তি নিয়ে হাজির হতে দেখা যায়।

বলছি কোটা সংস্কার আন্দোলেন ২০২৪ এ ভাইরাল হওয়া,রিয়েল হিরো,স্যুপার হিরো তকমা পাওয়া

এডভোকেট মনজুর আল মতিন পীতমের কথা।

নামের আগে অ্যাডভোকেট যুক্ত থাকলেও, এতদিন তিনি সকলের কাছে পরিচিত ছিলেন একজন প্রথিতযশা সংবাদ পাঠক,ও উপস্থাপক হিসেবে।

যিনি দীর্ঘ এক যুগ ধরে বেসরকারি টিভি চ্যানেল ২৪ এর সিনিয়র সংবাদকর্মী হিসেবে নিয়োজিত আছেন।

 

যার সরল সাবলীল সংবাদ পাঠ ও উপস্থাপনা সকলের কাছে লাগে শ্রুতি মধুর। 

আজ তারই কন্ঠে বাজে কেনো বিদ্রোহী সুর??? 

advocate monjur morshed

আপিল বিভাগের সাবেক বিচারপতি আব্দুল মতিন এর সুযোগ্য সন্তান,

এডভোকেট মনজুর আল মতিন,মানবিধিকার রক্ষা,ও অন্যায়ের প্রতিবাদে  শৈশব থেকেই ছিলেন সোচ্চার ও সচেতন।

তাই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ থেকে এস.এস.সিএইচ.এস.সি পাশ করার পরে,প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্বিবিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন।

বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী থাকাকালীন,সংবাদ উপস্থাপনার সাথে যুক্ত হোন তিনি,কেননা একজন সংবাদকর্মীই পারেন,আসল সত্যেকে সবার সামনে তুলে এনে,দেশ ও সমাজে বিদ্যমান বিভিন্ন সমস্যার আশু সমাধান করতে।

 

শিক্ষাজীবন শেষে তিনি আইনপেশায় যুক্ত হন বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তালিকাভুক্ত একজন আইনজীবী।

কোটা সংস্কার আন্দোলন কে কেন্দ্র করে, নিরস্ত্র ছাত্র জনতার উপর,সামরিক বাহিনীর বর্বরতার ও গণহারে শিক্ষার্থীদের গ্রেপ্তার এর প্রতিবাদে এগিয়ে আসেন মানজুর আল মতিন।

এডভোকেট মনজুর আল মতিন

২৯ জুলাই আইনশৃঙ্খলা বাহিনীর, আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশ চেয়ে, ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক কে ডিবি কার্যালয় থেকে অবিলম্বে মুক্তি দিতে,উচ্চ আদালতে রিট করেন তিনি।

রিট শেষে হাইকোর্ট প্রাঙ্গনে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের এক পর্যায়ে  প্রতিবাদি কন্ঠে তিনি বলেন: 

“সন্তানদের রক্ষা  করতে এসেছি, কারো বাপের প্রয়োজনে আসেনি”

 

শিক্ষার্থীদের গণহারে গ্রেফতার প্রসঙ্গে তিনি আরো বলেন:

কে এই মানজুর আল মতিন

“শিক্ষার্থীদের অপরাধ কি??মিছিল করা তাদের অধিকার। সবকিছুর জবাব চাই আমরা। সব মনে রাখা হবে।”

হাইকোর্ট প্রাঙ্গনে

এডভোকেট মনজুর আল মতিন এর এই সাক্ষাৎকার মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।

কেননা কোটা আন্দোলনকে কেন্দ্র করে চলমান সংকটে শ্রমজীবী,  শিক্ষক, শিল্পী সহ নানা পেশাজীবের মানুষদের উপস্থিতি দেখা গেলেও, আইন পেশার কাউকে এটা নিয়ে এইভাবে সরাসরি কোন কথা বলতে  দেখা যায়নি। 

পরবর্তীতে ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে ও চলমান অন্যায়ের প্রতিবাদে  মানজুর আল মতিনকে স্বশরীরে রাজপথে দেখা যায়।

কখনো তার বলিষ্ঠ কন্ঠের রণ সংগীত,কখনো বা তার প্রতিবাদী কবিতার লাইনে, প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ।

এডভোকেট মনজুর আহমেদ

সোশ্যাল মিডিয়াতেও তিনি সর্বদা ছিলেন সক্রিয় ও সোচ্চার। ২ আগস্ট তার ফেসবুকে করা একটি পোস্টে তিনি লেখেন :

“আর কতগুলি চালালে,আর কত প্রাণ চিরতরে হারিয়ে গেলে,এই জালিম সরকার বুঝতে পারবে পুণ্য -চিত্ত, মৃত্যু- তীর্থ তারুণ্যকে বুলেট দিয়ে থামানো যায় না”

ছাত্র জনতা চূড়ান্ত বিজয়,স্বৈরাচার  সরকার পতনের আগের দিন ৪ আগস্ট লংমাস টু ঢাকা কার্যক্রমকে সফল করতে, একটি স্লোগান  সম্বলিত ছবি শেয়ার করে ফেসবুকে পোস্ট করেন :

 “এই উন্মাদ স্বৈরাচার খুনের নেশায় মেতেছে,হিন্দু মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান  কৃষক শ্রমিক পেশাজীবী ছাত্র অপামার জনতার শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের দাবির জবাবে ছুটে এসেছে বুলেট। ৫২,৭১,৯০ এ তার উপযুক্ত জবাব এদেশের মানুষ দিয়েছে। ২৪ তার ব্যতিক্রম হবে না”

দেশের ক্রান্তিলগ্নে মানজুর আল মতিনের মত কিছু সাধারন মানুষের অসাধারণ ভাবে, স্যুপার হিরোদের মত এগিয়ে আসার ফলেই,অবিচার ও শোষণের আঁধার কেটে,উদিত হয় নতুন সূর্যের আলো।

যাদের জন্যই মনে হয়,দেশটাকে নতুন উদ্যমে গড়ি,আর একটু বাসি ভালো….

manzur al matin
মানজুর আল মতিন
manzur al matin wife
এডভোকেট মনজুর
এডভোকেট মনজুর আল মতিন
এডভোকেট মনজুর মতিন
advocate monjur morshed
এডভোকেট মনজুর মোরশেদ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *